দামুড়হুদায় ছাগল চোরচক্রের ৫ সদস্য আটকদামুড়হুদায় ছাগল চোরচক্রের ৫ সদস্য আটক

0
14

নিউজ ডেস্ক:দামুড়হুদা:দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছাগল চোরচক্রের ৫ সদস্যকে আটক করেছে। আটক ৫ ছাগল চোরেরা হলো- হোগলডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে সুরুজ (২৫), একই গ্রামের মাহবুবুর রহমানের ছেলে বিল্লাল (২৫), নাইমদ্দিনের ছেলে মহিদুল ইসলাম (২৫), আলামিনের ছেলে সামাদ (২৭) এবং হেমায়েতপুর-বেড়বাড়ির মৃত মতিয়ার রহমানের ছেলে ডাবলু (৪৬)।  হোগলডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আরএস নবী জানান, সম্প্রতি মোক্তারপুর গ্রামের হাসান মেম্বারের চাচার একটি ছাগল চুরি হয়ে যায়। ওই চোরাই ছাগলটি ক্রয় করে হেমায়েতপুর-বেড়বাড়ির মৃত মতিয়ার রহমানের ছেলে ডাবলু। ডাবলু চারুলিযা গ্রামের মাতুর মাধ্যমে মেহেরপুর বামন্দী হাটে বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়ে মাতু। এ সময় মাতু জানায়, ডাবলু ছাগলটি বিক্রি করার জন্য আমার কাছে দেয়। ছাগল মালিক তাৎক্ষনিক ছুটে আসে হোগলডাঙ্গায় ডাবলুর কাছে। পরে হোগলডাঙ্গা ফাঁড়ি পুলিশ ডাবলুকে ধরে উত্তম-মধ্যম দেয়। ডাবুল নিজেকে বাঁচাতে সংঘবদ্ধ ছাগল চোরচক্রের সদস্যদের নাম ঠিকানা বলে দিলে পুলিশ ওই ছাগল চোরচক্রের সদস্যদের আটক করে থানায় হস্তান্তর করে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, আটক সংঘবদ্ধ ছাগল চোরচক্রের সদস্যেদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক গতকাল সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।