দামুড়হুদায় চোরচক্র সক্রিয় : ইজিবাইক চুরি!

0
12

নিউজ ডেস্ক:দামুড়হুদায় গভীর রাতে বসতবাড়ির মধ্য থেকে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরচক্র বসতবাড়িতে ঢুকে তালা কেটে দুটি ইজিবাইক চুরি করে নিয়ে গেছে। গত শুক্রবার দিনগত রাত ৩টার দিকে দামুড়হুদা মাদরাসাপাড়ায় ওই চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ইজিবাইক মালিক দামুড়হুদা মাদরাসাপাড়ার সলেমান মিয়ার ছেলে ইয়ানবী জানান, অন্যান্য দিনের ন্যায় শুক্রবার রাতে ইজিবাইক দুটি বাড়ির উঠানে শিঁকলের সাথে ৪টি তালা দিয়ে রাখা ছিল। ওই সময় ইজিবাইক দুটি চার্জে দেয়া ছিল। সংঘবদ্ধ চোরচক্র ঝড়-বৃষ্টির রাতে সুযোগ বুঝে বাড়িতে ঢুকে তালা ও শিঁকল কেটে ইজিবাইক দুটি নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, শুধু দামুড়হুদায়ই ইজিবাইক চুরি হয়। এর আগেও দুটি ইজিবাইক চুরি হয়েছে। সে হিসেবে চোর বাইরের নয়। রাত যখন আড়াইটা বাজে তখনও দেখেছি। এ বিষয়ে তিনি দামুড়হুদা মডেল থানায় জিডি করেছেন।