নিউজ ডেস্ক:দামুড়হুদায় অপারেশন করার জন্য উপযুক্ত পরিবেশ না থাকা, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই অপারেশন করাসহ বিভিন্ন অভিযোগে নিউ ডিজিটাল (প্রা:) হাসপাতাল নামক একটি ক্লিনিক ও শোভা ডায়াগনস্টিক সেন্টার সিলগালাসহ ১০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার চিৎলা হাসপাতাল গেটের সামনে একটি দুইতালা বাসা ভাড়া নিয়ে ওপরে নিউ ডিজিটাল (প্রা:) হাসপাতাল এবং নিচে শোভা ডায়াগনস্টিক সেন্টার নাম দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন, আলট্রাসনোগ্রাফি, ইসিজি, এক্স-রেসহ যাবতীয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছিল। গতকাল সকালে একজনকে অ্যাপেন্ডিসাইটিস এবং বিকেল পাঁচটার দিকে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে এক প্রসূতির সিজার করানো হয়, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান ঘটনাস্থলে ছুটে যান এবং ডিজিটাল (প্রা:) হাসপাতাল নামক ওই ক্লিনিকের লাইসেন্স দেখতে চাইলে দেখা যায়, লাইসেন্সটির মেয়াদ নেই। প্রতিটি রুম নোংরা-অস্বাস্থ্যকর, অপারেশন থিয়েটারে পর্যাপ্ত আলো নেই, নেই ওয়াশ রুম। সার্বিক পরিস্থিতি দেখে মেডিকেল প্রাকটিস এবং বেসরকারি ল্যাবরেটরি অধ্যাদেশ আইন ১৯৮২ এর ৯ ও ১৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সে সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিকটি সিলগালা করে দেওয়া হয়। ক্লিনিকের মালিক আব্দুল খালেক জরিমানার টাকা নগদ পরিশোধ করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ‘এ উপজেলায় এ ধরনের অবৈধ ব্যবসা করতে দেওয়া হবে না। এ উপজেলায় যতগুলো প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক আছে, আমি প্রতিটিতে যাব। পরিবেশ ভালো দেখলে ভালো, না হলে সরাসরি সিলগালা করে দেওয়া হবে।’
দামুড়হুদা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, ‘পরিবেশ ঠিক করার জন্য আমাদের পক্ষ থেকে মৌখিকভাবে মালিকপক্ষকে বারবার বলা হয়েছে।’