গাঁজাসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার
নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করেছে বিজিবি। গতকাল শুক্রবার পৃথক অভিযানে পৃথক সময়ে এসকল মালামাল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের মাঠ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫শ’ টাকা মাত্র।
এদিকে, একইদিন শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের মাঠ থেকে ৩৬টি ভারতীয় আইপন বেবীচেক, ৮ কৌটা টেভিন ট্যাবলেট, ৭৫টি বেটনোভেট ক্রীম, ৪২টি মেক্সসিক ইনজেকশন, ২০টি বয়জেক ট্যাবলেট, ৩৯৫টি সিরিঞ্জ এবং ৩৪৪টি বিভিন্ন প্রকার হোমিও ঔষধ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৮৬ হাজার ৩৭৫ টাকা।
উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্যে ৮৯ হাজার ৮শ’ ৭৫ টাকা। উদ্ধারকৃত গাঁজা ও বিভিন্ন প্রকার মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস/ কাস্টমস অফিসে জমা করা হয়েছে।