দামুড়হুদার ডুগডুগিতে মধ্যরাতে ডাকাত দলের হানা

0
9

গৃহবধুকে বেঁধে ও শিশুকে অস্ত্রের মুখে জিম্মি করে লুট!

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার ডুগডুগিতে মধ্যরাতে ঋতু (২০) নামের গৃহবধুকে বেধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ১১টার উপজেলার হাউলী ইউনিয়নের ডুগডুগি গ্রামের স্কুলপাড়ায় আব্দুল রাজ্জাকের ছেলে রুবেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাত দলের হাতে ঋতু গুরুত্বর হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে রুবেল বাড়িতে ফিরে এসে দড়ি ও ওঁড়না দিয়ে স্ত্রীকে বাধাঁ অবস্থায় থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
জানা যায়, সোমবার দিবাগত রাতে শিশুপুত্র রিসানকে নিয়ে ঘরে শুয়েছিল গৃহবধু ঋতু। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মুখবাধা ও হাতে হাতমোজা পরিহিত ৪-৫ জন ঘরে ঢুকে শিশু রিসানকে অস্ত্রের মুখে জিম্মি করে দঁড়ি দিয়ে গৃহবধুর হাত-পা ও ওড়না দিয়ে গলা বাধে। চিৎকার করলে শিশুটিকে খুন করবে বলে হুমকি দেয় ডাকাতদলের এক সদস্য। পরে ঋতুকে মারধর ও সন্তানকে খুনের ভয় দেখিয়ে ঘরে থাকা নগদ ১ লাখ ৭০ হাজার টাকার লুট করে ডাকাত দল। পরে রাত সাড়ে ১১টার দিকে রুবেল বাড়িতে ফিরে ঘরে ঢুকে হাত, পা ও মুখ বাধা অবস্থায় অজ্ঞান স্ত্রীকে দেখে ঘাবড়ে যায় রুবেল। এসময় বাড়ির পাশের ভূট্টার চাতালে থাকা পিতা-মাতাকে ডেকে আনে। পরে প্রতিবেশিরাও টের পায়। এ সময় পরিবরের সদস্যরা ঋতুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতারে ভর্তি করে।
ঘটনার সত্যতা স্বীকার করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শামিমুর রহমান বলেন, ডামুড়হুদার ডুগডুগিতে একটি ডাকাতির ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে তদন্ত করে এটাকে ডাকাতির ঘটান বলে সন্দেহ করা হচ্ছে। সঠিকভাবে জানার জন্য অনুসন্ধান চলছে। ভুক্তভুগির পরিবারের অভিযোগে জানা গেছে, বাড়িতে শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়েছিল গৃহবধু ঋতু। পরিবারের সদস্যরা হাত, পা ও মুখ বাধা অজ্ঞান অবস্থায় ঋতুকে দেখতে পায় এবং চিকিৎসার জন্য তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধিন থাকার কারণে গৃহবধুর সাথে কথা বলা সম্ভব হয়নি। আগামীকাল (আজ) সকালে গৃহবধুর সাথে কথা বলতে ও ঘটনার ব্যাপারে জানতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পুলিশ পাঠানো হবে।
এদিকে, হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু এহসান মো. ওয়াহেদ রাজু বলেন, দামুড়হুদার ডুগডুগি থেকে ঋতু নামের অজ্ঞান অবস্থায় এক রোগীকে নিয়ে আসা হয় হাসপাতালে। তার মাথায় সামান্য আঘাতের চিহ্ন ও গলায় রশি জাতীয় কিছুর দাগ দেখা গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।