দামুড়হুদার কুড়ুলগাছীতে ৩০৫ পিস ইয়াবাসহ মিঠুন আটক

0
7

নিউজ ডেস্ক:দামুড়হুদা উপজেলার কুড়–লগাছীতে ৩০৫ পিস ইয়াবা বড়িসহ মিঠুন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক হওয়া ব্যক্তি দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গতকাল রোববার উদ্ধার হওয়া মাদকসহ তাঁকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাব-৬ সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. বজলুর রশীদের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার কুড়–লগাছী বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার বড়বলদিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিঠুন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে উদ্ধার হওয়া মাদক ও আটক ব্যক্তিকে দামুড়হুদা থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।