নিউজ ডেস্ক:
দশ বছর বয়সী ইন্দোনেশিয়ান আরিয়া পারমানার ওজন ১৯২ কেজি! আর এমন কথা প্রকাশের পরপরই তার নামলেখা হলো বিশ্বের সবচেয়ে মোটা শিশু তালিকার শীর্ষে। এ ব্যাপারে ইন্ডিয়ান এক্সপ্রেস এর বরাতে জানা গেছে, এই বিশাল শরীরের জন্য তাকে প্রতিদিন কমপক্ষে ৫ বার খাওয়া দাওয়া করতে হচ্ছে। খাবারের তালিকায় আছে ইনস্ট্যান্ট নুডলস, ভাত, মাংস ও মাছ। এর সঙ্গে পান করে প্রচুর পরিমাণ পানীয়।
এমন অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও স্থূলতার কারণে আরিয়ার জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। স্কুলে যেতে পারছে না ছেলেটি। অতিরিক্ত ওজনের কারণে হাঁটতেও পারছে না আরিয়া। তার মাপের পোশাক পেতে বেশ হিমশিম খেতে হচ্ছে মা-বাবাকে। আরিয়ার ওজন কমানোর জন্য ডায়েট করার চেষ্টা চালিয়েছিল পরিবারটি। শুধু শাকসবজি ও ফলমূল খাওয়ার পর দেখা গেল মাত্র ৬ কেজি ওজন কমেছে।
এদিকে, চিকিৎসকরা তার ব্যাপারে সার্জারির কথা বলছেন। আরিয়াকে স্বাভাবিক জীবনে ফিরে আনতে হলে তার পাকস্থলীর আকার কমাতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।