মাদক-সংক্রান্ত বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না
নিউজ ডেস্ক:দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবগঠিত দর্শনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবের মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবগঠিত দর্শনা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবের মনিরুজ্জামান ধীরুর সভাপতিত্বে এ পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি ও আলোচনা সভায় দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব বলেন, ‘মাদক নির্মূল ও জনগনের পাশে থেকে একজন জনবান্ধব পুলিশ অফিসার হতে চাই। আর এ জন্য প্রয়োজন আপনাদের (সাংবাদিক) একান্ত সহযোগিতা। সাংবাদিকদের লেখনির মধ্য দিয়ে একটি দেশ, জাতি ও সমাজের উন্নয়ন সাধিত হয়। সীমান্তবর্তী এলাকা হিসেবে দর্শনা একটি মাদকপ্রবণ এলাকা। এখানে মাদকের ওপর সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব না। তাই সমাজকে মাদকমুক্ত করতে সাংবাদিক ও আমজনতার এগিয়ে আসতে হবে এবং পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘সব ব্যস্ততার মধ্যেও আমি দর্শনা থানার আওতাধীন হিজলগাড়ী পুলিশ ক্যাম্প, তিতুদহ পুলিশ ক্যাম্প ও বেগমপুর পুলিশ ক্যাম্পে গিয়েছিলাম। সেখানে অফিসারদের সঙ্গে কথা বলেছি। প্রত্যেক ওয়ার্ডের প্রত্যেক গ্রামে সুশিল সমাজের ব্যক্তিদের নিয়ে মাদক নির্মূল কমিটি গঠন করা হবে। মাদক-সংক্রান্ত বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া এ থানার আওতাধীন জনগণের পাশে থেকে জনবান্ধব পুলিশ অফিসার হয়ে যেকোনো সমস্যার সমাধানের চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখব। পুলিশ সুপার জাহিদুল ইসলাম যে উদ্দেশ্যে আমাকে এ দায়িত্ব দিয়েছেন, তা রক্ষা করতে আমার চেষ্টার কোনো ঘাটতি থাকবে না। শুধু সাংবাদিকদের ও জনগণের সহযোগিতা থাকলে দর্শনা থানাকে মাদকমুক্ত ও সুন্দর বসবাসের স্থান হিসেবে গড়ে তুলতে পারব।’ প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডলের উপস্থানায় পরিচিতি সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি ইরামুল হক পিপুল, সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু, সহসাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধো, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, উপদেষ্ঠা সদস্য এফ এ আলমগীর, আহসান হাবীব মামুন, মাহমুদ হাসান রনি, মাসুম বিল্লাহ, জাহাঙ্গীর আলম, সুজন, আ. রহমান, বাধন, রিফাত প্রমুখ।