দর্শনা পৌর এলাকায় চুরির ঘটনায় দুইজন আটক

0
11

নিউজ ডেস্ক:দর্শনা পৌর এলাকায় চুরির ঘটনায় দুই চোরকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন দর্শনা ঘুঘুডাঙ্গাপাড়ার আব্দুল মোমিনের ছেলে রানা শরীফ (২৫) ও জামির শিকদারের ছেলে হানিফ শিকদার (২৪)। গতকাল রোববার তাঁদের জেলহাজতে প্রেরণ করা হয়। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোল্লা সেলিম উদ্দিন বলেন, ‘সম্প্রতি দর্শনা পৌর এলাকায় কয়েকটি চুরির ঘটনায় দুইজনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বেশ কিছু চোরের নাম আমাদের তালিকায় রয়েছে, আশা করি খুব দ্রুতই তাঁদের ধরতে সক্ষম হবো।’