দর্শনায় মদসহ আব্বাস আলী আটক

0
9

নিউজ ডেস্ক:দর্শনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আব্বাস আলী নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে এক লিটার বাংলা মদসহ তাঁকে আটক করা হয়। আটক হওয়া আব্বাস চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের মৃত রজব আলীর ছেলে। পুলিশ জানায়, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুরাতন সিনেমা হলের পাশে ওয়ালটন শো-রুমের সামনে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় এক লিটার বাংলা মদসহ আব্বাস আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে একটি মাদক মামলা করা হয়েছে।