নিউজ ডেস্ক: দর্শনায় ভোক্তা অধিকার অধিদপ্তর ভ্রাম্যমান অভিযান চালিয়ে দুই হোটেল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা হল্টস্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় অভিযান চালিয়ে দুটি ব্যাবসা প্রতিষ্ঠান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এর মধ্যে রিয়াদ হোটেল এন্ড রেষ্টুরেন্টকে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করায় ৪৩ ধারায় ৭ হাজার ও মুক্তা হোটেলকে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ করায় ৩৮ ও ৪৩ ধারায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এসময় অভিযান পরিচালনায় সহযোগীতা করেন, চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি টিম।