দর্শনায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

0
12

নিউজ ডেস্ক:দর্শনায় ভোক্তা অধিকার সংরক্ষনের অভিযানে ওয়ান স্টার হোটেল ও সুমা বেকারীতে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে দর্শনায় ২টি ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরিষ্কার অপরিচ্ছন্নতার দায়ে দর্শনা রেলবাজারস্থ সুমা বেকারীতে ১২ হাজার টাকা ও বাসষ্ট্যান্ডে ওয়ান স্টার হোটেলে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানে পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ। ভ্রাম্যমাণ বাজার তদারকিতে সহযোগীতা করেন চুয়াডাঙ্গার জেলা স্যানিটারি ইন্সপেক্টর জামাত আলী ও পুলিশ ফোর্স। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকাসহ স্থানীয় অনেকে।