নিউজ ডেস্ক:পবিত্র রমজান মাসজুড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসাবে গতকাল বুধবার বিকালে দর্শনা রেলবাজারের বিভিন্ন মুদি, কসমেটিক্স, হোটেল-রেস্তোরা ও ফলের দোকানে অভিযান চালাতে দেখা যায়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার সহকারী পরিচালক সজল আহম্মেদ।
এ সময় পণ্যের মোড়ক বিধি না মানা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় নজরুল ষ্টোরকে ১ হাজার ৫০০ এবং সরকার ষ্টোরকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সেখান থেকে ফলের বাজারে অভিযান চালানো হলেও চোখে পড়ে নানা অনিয়মের চিত্র। পণ্যের মোড়ক বিধি না মানা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় একই আইনের ৩৭ ও ৩৮ ধারায় মৌসুমী ফল ভান্ডারকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং সকলকে আইন মেনে ব্যবসা করার জন্য সতর্ক করে দেয়া হয়। পরে রাজধানী ষ্টোরে অভিযান চালানো হলে পাওয়া বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য। অনেক পণ্য বিক্রিতে মানা হয়নি মোড়ক বিধি।
তাই তাদেরকে প্রথম পর্যায়ে সতর্ক হওয়ার নির্দেশ দিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ২ হাজার টাকা জরিমানা করেন সহকারী পরিচালক সজল আহম্মেদ। অভিযানে সহায়তা করেন দামুড়হুদা উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর জামাত আলী, জেলা ক্যাব’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এবং জেলা পুলিশের সদস্যরা।