দর্শনায় গাঁজাসহ মদনার আল-আমিন আটক

0
7

নিউজ ডেস্ক:দর্শনায় মাদকবিরোধী অভিযানে দুই কেজি গাঁজাসহ আল-আমিন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া আল-আমিন মদনা বাজার পাড়ার শরিফ উদ্দিনের ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ফোর্স নিয়ে গতকাল বিকেলে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামের বাজার পাড়ার শরিফ উদ্দিনের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় দুই কেজি গাঁজাসহ আল-আমিনকে আটক করে পুলিশ। পরে দামুড়হুদা মডেল থানায় আসামিকে সোপর্দ করা হয়।