দর্শনায় এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

0
28

নিউজ ডেস্ক:দর্শনা থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ সুজন বিশ্বাস (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে পুলিশ তাঁকে আটক করে। আটক সুজন বিশ্বাস দর্শনা পৌর এলাকার রামনগর কালিদাশপুর গ্রামের ধীরেন বিশ্বাসের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজলের নের্তৃত্বে একটি আভিযানিক দল গতকাল বিকেল পাঁচটার দিকে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়ায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় এক কেজি গাঁজাসহ দর্শনা পৌর এলাকার রামনগর কালিদাশপুরের ধীরেন বিশ্বাসের ছেলে শ্রী সুজন বিশ্বাসকে আটক করা হয়। এ বিষয়ে দর্শনা থানায় সুজন বিশ্বাসকে আটক দেখিয়ে একটি মাদক মামলা করেছে পুলিশ।