নিউজ ডেস্ক:দর্শনা সীমান্তের জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে জাল পাসপোর্ট ব্যবহার করে ভারতে প্রবেশের সময় এক সুন্দরী নারীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আটককৃত ফাতেমাতুজ জহুরা (৩০) লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার তুসভান্ডার গ্রামের সানি আহম্মেদের মেয়ে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে ফাতেমাতুজ জহুরা দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট, কাস্টমস ও বিজিবির চেকপোস্টে পাসপোর্ট এন্টি না করে ভারতীয় ইমিগ্রেশনে প্রবেশ করেন। এ সময় ভারতীয় ইমিগ্রেশন থেকে তাঁকে জাল পাসপোর্ট ব্যবহার করার সন্দেহে ভারতে প্রবেশ করতে না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ সময় ওই নারীর বাহিরাগমনের রিপোট পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে ইমিগ্রেশন অফিসার দেখেন, কম্পিউটারে তাঁর কোনো তথ্যই লিপিবন্ধ নেই। তাঁর পাসপোর্টে দর্শনা ইমিগ্রেশনের ভুয়া সিল ব্যবহার করা হয়েছে। পরে আরও পরীক্ষা-নিরীক্ষা জানা যায়, ওই নারীর নামে ইস্যুকৃত পাসপোর্ট জাল। পরে ওই নারী নিজের আসল নাম রোজিনা বলে জানান এবং তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার ঠাংহলি গ্রামের নুর আলমের মেয়ে বলে জানান। তবে তাঁর কাছ থেকে জব্দকৃত পাসপোর্টে পাসপোর্ট নং- ঘই০৭৬৪২৫৭ ও ইস্যুকৃত ঠিকানা ফাতেমাতুজ জহুরা, পিতা সানি আহম্মেদ, সাং তুসভান্ডার, থানা কালিগঞ্জ, জেলা লালমনিরহাট বলে উল্লেখ আছে। গতকাল রাতেই দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশ অফিসার উপপরিদর্শক (এসআই) জিয়াউল হক বাদী হয়ে ভুয়া পাসর্পোট তৈরির পেনাল কোড আইনে ৪৬৮/৪৭১/৪২০/৪১৯ ধারায় মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় তাঁকে হস্তান্তর করেন। আজ ওই নারীকে আদালতে সোপর্দ করা হবে।