নিউজ ডেস্ক:
হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ তিন জঙ্গির প্রাণভিক্ষার আবেদন আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের কাজ শেষে এটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।
মঙ্গলবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এর আগে তিনি অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্বাক্ষরের এক অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিতে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা সই করে আইন ও বিচার বিভাগ। মঙ্গলবার দুপুরে এ সমঝোতা স্মারকে সই হয়। বাংলাদেশের পক্ষে আইনসচিব আবু সালেহ মো. জহিরুল হক ও ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রেসিডেন্ট বার্নি গ্লোভার সই করেন।
এ সময় জানানো হয়, ‘আইন ও বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ৫৪০ জন বিচারককে প্রশিক্ষণ প্রদান করা হবে। আইনসচিব তার বক্তৃতায় এই চুক্তিকে যুগান্তকারী উল্লেখ করে বলেন, ‘পৃথিবীর অনেক দেশের জন্ম হওয়ার আগে থেকেই এদেশে বিচার ব্যবস্থা রয়েছে। রেভেন্যু (রাষ্ট্রের অর্থ) দিয়ে বিচারকদের বিদেশে প্রশিক্ষণ আগে কখনোই হয়নি। এজন্য প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।
আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।