নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদালয়ের ১৯৯৪-৯৫ সেশনের প্রাক্তন ছাত্ররা।
গত শনিবার বিকেলে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বন্যা দুর্গত প্রায় ১০০ পরিবারকে নগদ ৫০০ টাকা ও ১০টি করে বস্ত্র দেওয়া হয়।
১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও জাতীয় রাজস্ব বোর্ডের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদালয়ের ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষের আহ্বায়ক কমিটির ৫ সদস্যের প্রতিনিধি গত শনিবার ত্রাণ বিতরণ করেন।
এ সময় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. রিজভী আলম, সদস্য সচিব এম এ রব খান, যুগ্ম আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার এবং সদস্য ঢাকা বিশ্ববিদাল্যের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
আরে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার যুবলীগ কর্মী এম আর খান, সদর ইউনিয়ন যুবলীগ সাভাপতি আল আমিন প্রমুখ।