মেহেরপুর সংবাদদাতা, মেহেরপুর, ২১মে ॥ ঢাকা সেন্ট্রাল হাসপাতালে ভাংচুর ও ডাক্তার গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুরে জেলা শাখার বি.এম.এ.। গতকাল রবিবার দুপুর ১টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা বিএমএ সভাপতি ডাঃ রমেশ চন্দ্রনাথ। জেলা বি.এম.এ সাধারন সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিকি, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মিজানুর রহমান, ডাঃ ওবাইদুল ইসলাম পলাশ, ডাঃ এহসানুল কবির, ডাঃ মিনাল কান্তি মন্ডলসহ বি.এম.এ. এর সদস্যরা মানববন্ধনে অংশ নেয়। হাসপাতালে ভাংচুরের সাথে জরিতদের শাস্তি ও ডাক্তারদের বিরুদ্ধে অন্যায় মামলা প্রত্যাহারের দাবী জানান নেতৃবৃন্দ।