নয়নের মোবাইল-নগদ টাকাসহ পাসপোর্ট খোয়া!
নিউজ ডেস্ক চুয়াডাঙ্গা সদরের তিতুদহ ইউপির গহেরপুর গ্রামের আবদার আলীর ছেলে নয়ন মিয়া (২২) ঢাকা থেকে ফেরার পথে মামুন ডিলাক্সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিজ পাসপোর্ট, মোবাইল ফোনসহ নগদ ৫শ’ টাকা খুয়িছেন। গতকাল বুধবার সকালে সরোজগঞ্জ বাজারে মামুন ডিলাক্সের সুপারভাইজার অজ্ঞান অবস্থায় নয়নকে নামিয়ে দেয়।
জানা গেছে, গহেরপুর গ্রামের নয়ন ওমানে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করতে ঢাকায় যায়। গত মঙ্গলবার ঢাকা মালিবাগে শারীরিক সনদ (মেডিক্যাল) রিপোর্ট নেওয়াার জন্য তিনি শরীর পরিক্ষা করাতে যান এবং রিপোর্ট নিয়ে ওইদিনই রাত ৯টায় গাবতলী থেকে মামুন ডিলাক্সে ওঠে বাড়ির আসার উদ্দেশ্যে।
নয়ন জানান, পরিবহনের একটি আসনে আমি বসি এবং আমার পাশে একজন মধ্য বয়সী যুবক বসেছিল। যখন বাস পাটুয়ারী ঘাট পার হচ্ছিল তখন সে আমাকে পেপসি খেতে দেয়, আমি সরল মনে খেয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর আমার কোন জ্ঞান ছিলো না। পরে জ্ঞান ফিরলে আমি দেখি সরোজগঞ্জে পড়ে আছি। এসময় স্থানীয়রা আমাকে চিকিৎসকের কাছে নেন। পরে আমার বাড়িতে খবর দিলে তারা আমাকে বাড়িতে নিয়ে যায়।
নয়নের প্রতিবেশী জানায় নয়নের যে মোবাইল ছিনতায়কারীর হাতে পড়েছে। সে ০১৮৬৩০০১১৪০, ০১৭৭১১০৭৮৬১ নং হতে পাসপোর্ট, মোবাইল ফোন ফিরে পেতে অধিক টাকা দাবি করছে।
এবিষয়ে তিতুদহ ক্যাম্পকে জানানো হলে তারা সদর থানায় জিডি করতে বলেন। এরিপোর্ট লেখা পর্যন্ত জিডি করার প্রস্তুতি নিচ্ছিলো নয়ন।