বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ উপায়ে চলমান সংকট সমাধান করে বাংলাদেশকে এগিয়ে নিতে কানাডা সমর্থন করে। আমরা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাই।
অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার জন্য শান্তি পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ এটি।
এতে বলা হয়, পরিবর্তনের এ সময়ে কানাডা অন্তর্বর্তী সরকারের সঙ্গে থেকে কাজ করতে চায়। ধর্মীয় সংখ্যালঘু, যুব, নারী ও অন্যান্য সংখ্যালঘুসহ সমাজের সব ক্ষেত্রে ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণের অন্তর্ভুক্তিমূলক এই সরকারকে কানাডা সমর্থন করে।
বিবৃতিতে বলা হয়, আবারও আমরা সবাইকে শান্ত থাকতে বলছি। গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের নীতি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায়। অন্তর্বর্তী সরকারকে মতপ্রকাশের স্বাধীনতা বজায় রাখতে ইন্টারনেট ও অন্যান্য যোগাযোগের মাধ্যমগুলো উন্মুক্ত রাখার আহ্বান জানায় কানাডা।