চুয়াডাঙ্গা সদর হাসপাতালের দাতের এক্স-রে মেশিনদি দীর্ঘদিন অকেজো
নিউজ ডেস্ক:এক বছরের অধিক সময় ধরে অকেজো রয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতারের টিথ (দাঁত) এক্স-রে মেশিনটি। বেহাল দশা হাসপাতালের একমাত্র ডেন্টাল ইউনিট চেয়ারেরও। দাঁতের এক্স-রে মেশিনটি বন্ধ থাকায় ও ডেন্টাল ইউনিটটির জরাজ্বীর্ণ অবস্থা হওয়ায় ভোগান্তি বেড়েছে দাঁতের চিকিৎসা নিতে আসা রোগীদের। ফলে প্রয়োজনীয় দাঁতের এক্স-রে ও ডেন্টাল ইউনিটের পরিপূর্ণ সেবা পাচ্ছেনা রোগিরা। সূত্র জানায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ১০৩নং কক্ষে দাঁতের এক্স-রে মেশিনসহ মোট তিনটি এক্স-রে মেশিন রয়েছে। একই কক্ষে একটি ইসিজি মেশিনও আছে। সাধারণ দুটি এক্স-রে মেশিন ও ইসিজি মেশিনের সম্পূর্ণ সেবা পেলেও এক বছরের অধিক সময় ধরে দাঁতের এক্স-রে মেশিনটি নষ্ট হওয়ায় তার থেকে সেবা পাচ্ছেনা রোগিরা। হাসপাতালে অবস্থানকারী রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালের দাঁতের এক্স-রে মেশিন ও আরো দুটি সাধারণ এক্স-রে মেশিন হাসপাতালের ১০৩নং রুমে অবস্থিত। তবে দাঁতের এক্স-রে মেশিনটি নষ্ট থাকায় সেখানে রোগীদের দাঁতের এক্স-রে করানো সম্ভব হচ্ছে না। এতে করে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে রোগীদের। যাদের আর্থিক সামর্থ্য বেশি তারা বাইরে থেকে রোগীর প্রয়োজনীয় এক্স-রে করিয়ে আনছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. জয়নাল আবেদীন বলেন, ‘রোগিদের দাঁত তোলাসহ দাঁতের সমস্যার পরীক্ষা নিরিক্ষা করে দেখা হয় এই ডেন্টাল ইউনিটে। তবে বর্তমানে ডেন্টাল ইউনিটটির অবস্থা প্রায় অচল হওয়ার পর্যায়ে। এভাবেই রোগিদের যতটা পারছি চিকিৎসা দিচ্ছি। নতুন একটি ডেন্টাল ইউনিটের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে’। এ প্রসঙ্গে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্বাবধায়ক চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, ‘আমাদের এখানে একটি দাঁতের এক্স-রে মেশিনসহ মোট তিনটি এক্স-রে মেশিন আছে। অন্য দু’টি মেশিন কাজ করছে, তবে দাঁতের এক্স-রে মেশিনটি নষ্ট। গত এক বছরে কয়েক বার আমরা এটি ঠিক করানোর জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেছি। এই মেশিনগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকে ন্যাশনাল মেকানিক্যাল মেইটেন্যান্স (নেমিড)। তাদের ইঞ্জিনিয়ার কয়েকবার মেশিনটি ঢাকা নিয়ে সারিয়ে এনেছে। তবে এখানে আনার পর দেখা গেছে একই অবস্থা। পরবর্তীতে মেশিনটির ব্যাপারে জানালে ঈদের পর একজন ইঞ্জিনিয়ার আসবেন বলে জানান। এছাড়া হাসপাতালে একটি নতুন ডেন্টাল ইউনিটের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। সরকার নতুন ডেন্টাল ইউনিট দিলে রোগীরা তাতে সেবা পাবে।’