ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবক আটক

0
31

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর শহরের শেকড়াতলা পাড়ার নওশাবের ছেলে লিখন (২০), মুক্তিপাড়ার ইনতাজুল হকের ছেলে স্বাধীন (২০) ও পূজাতলা পাড়ার কৃষ্ণ সাহার ছেলে নিপুন সাহা (১৮)।চুয়াডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর শহরের শেকড়াতলা পাড়ার নওশাবের ছেলে লিখন (২০), মুক্তিপাড়ার ইনতাজুল হকের ছেলে স্বাধীন (২০) ও পূজাতলা পাড়ার কৃষ্ণ সাহার ছেলে নিপুন সাহা (১৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ডাকাতির উদ্দেশ্যে এক দল যুবক দেশীয় অস্ত্র নিয়ে ঘোড়ামারা ব্রিজের নিকট অবস্থান করছে। এমন সংবাদের সূত্র ধরে চুয়াডাঙ্গা শহর ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) ওহিদুল ইসলাম ও সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন সরকার ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরতলীর আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট অভিযান চালান। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও লিখন, স্বাধীন ও নিপুন নামের তিনজনকে আটক করে পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে। ডাকাতির প্রস্তুতির ঘটনায় তিনজনকে আটকরে সত্যতা নিশ্চিত করে রাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আটক যুবকদের পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়াসহ ডাকাতি করা বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পালাতক আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।