ডাকবাংলায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

0
11

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাতটার দিকে সদর উপজেলার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা আ. রউফ ডিগ্রি কলেজের সামনে সুমন (১২) নামের ওই শিশুশ্রমিক নিহত হয়।
জানা গেছে, সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের মফিজুল মিয়ার একমাত্র ছেলে সুমন। সে ডাকবাংলা বাজারের একটি গ্যারেজে কাজ করে। প্রতিদিনের ন্যায় গতকাল সকালে কাজে আসে সে। গ্যারেজ খোলার সময় একটি কুকুর সুমনকে তাড়া করে। কুকুরের তাড়ায় সুমন দ্রুত দৌড়ে রাস্তা পার হতে গেলে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস তাকে পিষ্ট করে পালিয়ে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে ঝিনাইদহ হাটগোপালপুর এলাকা থেকে বাসটি আটক করা হয়। এ বিষয়ে ডাকবাংলা ক্যাম্প ইনচার্জ মোখলেচুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে রয়েল পরিবহনের ওই বাসটি ঝিনাইদহ সদর থানায় আটক আছে।