ট্রেনের ধাক্কায় কৃষক নিহত

0
11

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় শহিদুল ইসলাম সদু (৫০) নামের মানসিক ভারসাম্যহীন এক কৃষক নিহত হয়েছেন। তিনি আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আব্দুল মণ্ডলের ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষক শহিদুল ইসলাম সদু প্রায় এক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি মাঠে যান। সকাল আটটার দিকে ঘন কুয়াশার ভেতর মাঠ থেকে বাড়ি ফেরার পথে গোয়ালন্দ মেইল ট্রেনের ধাক্কায় তিনি রক্তাক্ত জখম হন। প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে রেলওয়ে পুলিশের কাছে জানতে চাইলে, তারা কিছু জানে না বলে জানিয়েছে। মানসিক ভারসাম্যহীন শহীদুল ইসলাম সদুর লাশ গ্রামের কবরস্থানে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।