ট্রাকের বাম্পার চুরির সময় হাতেনাতে রেলপাড়ার

0
16

চান্দু আটক : গণধোলাই শেষে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় ট্রাকের বাম্পার চুরির সময় হাতেনাতে এক চোরকে আটক করে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা শহরের মোজাম্মেল হক তেল পাম্পের সামনে থেকে রেলপাড়ার সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, চুয়াডাঙ্গা শহরের মোজাম্মেল হক তেল পাম্পের বিপরীত পাশে রেজা মিয়ার ট্রাকের বাম্পার খুলে রাখা ছিল। গতকাল রাত সাড়ে ৮টার দিকে রেলপাড়ার চান্দুর ছেলে রুবেল তার সহযোগীদের সঙ্গে নিয়ে ভ্যানযোগে ওই বাম্পার চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাকে ধরে ফেললেও পালিয়ে যায় তার অন্য সহযোগিরা। পরে তাকে গণধোলাই শেষে পুলিশে সোপর্দ করা হয়। একই স্থান থেকে এর আগেও বিভিন্ন ট্রাকের তিনটি ব্যাটারি চুরি হয় বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন চলছিল।