হাবিবুল ইসলাম হাবিব, টেকনাফ: টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া নাফনদীর সীমান্তে ৩ কোটি টাকা মূল্যের ১ লক্ষ মালিকবিহীন ইয়াবা উদ্ধার করেছে বডার্র গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সুত্রে জানা যায়, গতকাল ১৩ আগষ্ট রোববার ভোররাত আড়াই টার দিকে টেকনাফ বিওপি বিজিবির সুবেদার মো. ইব্রাহীম হোসনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া বরফ কল নাফনদীর সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশের খবরে সেখানে অবস্থান নেয়। এ সময় ৩/৪জন লোক দুইটি প্যাকেট হাতে নিয়ে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পাশ্বের সরু রাস্তা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা খালে বিজিবি তাদের ধাওয়া করলে এক পযার্য়ে পাচারকারীরা দুইটি প্যাকেট ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে বিজিবি সেখানে তল্লাশী চালিয়ে প্যাকেট দুইটি উদ্ধার করে ১ লক্ষ পিস মালিকবিহীন ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা বলে জানায়।
টেকনাফ ২ বিজিবি উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, উদ্ধারকৃত ইয়াবা সমূহ ব্যাটলিয়ান সদরে জমা রাখা হয়েছে। যা পরবতীর্তে উর্দ্ধতন কতৃপক্ষে অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।