হাবিবুল ইসলাম হাবিব , টেকনাফ :
টেকনাফে মহিষের আক্রমণে শিশুসহ ৩জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গত ২৬ মার্চ রোববার স্বাধীনতা দিবসের দিন বিকাল ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, সদর ইউনিয়নের পূর্ব গোদারবিল এলাকার আহমদ হোসেনের ছেলে হাফেজ আহমদের পালিত মহিষটি হঠাৎ ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে আঘাত করে। পরে পার্শ্ববর্তী এক শিশুকে আঘাত করার পর মহিষটি দিকবিদিক ছুটতে থাকে। একপর্যায়ে পূর্ব গোদারবিল আনাস বিন মালিক মাদ্রাসার কাছে এসে মহিষটি একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে গুরা মিয়া (৬৫) কে এলোপাতাড়ি শিংয়ের আঘাত করে মারাত্বক জখম করে। এসময় আশেপাশের লোকজন এগিয়ে এসে আহত গুরা মিয়াকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
আহত ব্যক্তির গোদারবিল এলাকার নুর মোহাম্মদ জানান, বুক, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত গুরা মিয়ার অবস্থা আশংকাজনক। তাকে বর্তমানে কক্সবাজার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
অপরদিকে আহত মহিষের মালিক হাফেজ আহমদের অবস্থাও আশংকাজনক হওয়ায় তাকেও কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া অপর আহত শিশু সদর ইউনিয়নের মহেষখালীয়া পাড়া এলাকার মো. রফিকের মেয়ে স্কুল ছাত্রী শাহিদা আক্তারকে টেকনাফ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।