টাউন ফুটবল মাঠের তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা বন্ধের দাবি

0
42

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর দোকান মালিক ব্যবসায়ীবৃন্দের স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ দখল করে তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির ব্যবসায়ীবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ স্মারকলিপি প্রদান করেন তাঁরা। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় তিনি বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সমাধান করার করা আশ্বাস দেন।চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ দখল করে তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির ব্যবসায়ীবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এ স্মারকলিপি প্রদান করেন তাঁরা। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় তিনি বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে সমাধান করার করা আশ্বাস দেন।স্মারকলিপিতে ব্যবসায়ীরা জানান, ‘গত ৬ জানুয়ারি থেকে মাসব্যাপী শুরু হয়েছে কথিত এই মেলা। মেলার নামকরণ তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলা হলেও সেখানে আমাদের দেশীয় তেমন কোনো পণ্য নেই। মূলত এ মেলায় ভারতীয় ও নিম্নমানের পণ্য বিক্রির চটকদার প্রচারণার মাধ্যমে সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তা ছাড়া মেলাতে যে সব ব্যবসায়ী তাঁদের ব্যবসা পরিচালনা করছেন, তাঁদের ট্রেড লাইসেন্স, ভ্যাট, আয়কর কোনো কিছুই নেই। অথচ সরকারি নিয়ম-নীতি অনুসারে ব্যবসা পরিচালনার জন্য এসব কাগজপত্র প্রয়োজন। দাবি জানানো হয়, দীর্ঘদিন ধরে কথিত মেলাটি চলার কারণে ক্রেতা সাধারণ যেমন প্রতারিত হচ্ছে, ঠিক তেমনি আমরা ব্যবসায়ীরাও দারুনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তা ছাড়া আমরা ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়েই মূলত ব্যবসা পরিচালনা করি। কিন্তু দীর্ঘদিন ধরে মেলাটি চলার কারণে ঋণের কিস্তি পরিশোধই এখন দূরুহ হয়ে পড়েছে। তা ছাড়া চলমান এসএসসি পরীক্ষার মধ্যেও মেলা চলার কারণে চুয়াডাঙ্গার অভিভাবকেরা তাঁদের সন্তানের পরীক্ষার ফলাফল নিয়ে বেশ চিন্তিত। এমতাবস্তায় ব্যবসায়ীদের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে কথিত তাঁতবস্ত্র ও হস্তশিল্প মেলাটি আগামীতে আমাদের জেলা শহরের ভেতরে আয়োজন থেকে বিরত এবং এবারের মেলাটি বন্ধের দাবি জানাচ্ছি। এ মেলা দ্রুত অপসারণ করা না হলে ব্যবসায়ীদের কল্যাণের কথা চিন্তা করে আমরা বৃহত্তর কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। আমরা আশা করি বিষয়টি সুবিবেচনায় নিয়ে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সভাপতি আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সহসভাপতি মঈদুল ইসলাম ভাষা, যুগ্ম সম্পাদক মশিউর রহমান আবু, প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, সদস্য আহসান, নিউ মার্কেট ব্যবসায়ী পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুর রহমান মিজাইল, সহসভাপতি শফিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সুমন পারভেজ, আব্দুল্লাহ সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শরিফুল ইসলামসহ নিউ মার্কেট, বড় বাজার, পুরাতন বাজার, মুন্সি মার্কেট, প্রিন্স প্লাজা, রেল বাজারসহ চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ। এদিকে, মেলার সময় বাড়ানোর জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন করেছেন মেলা পরিচালনা কমিটি। এ বিষয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান বলেন, আবেদন করেছে মেলা পরিচালনা পর্ষদ। বিষয়টির সিদ্ধান্ত এখানো হয়নি।