নিউজ ডেস্ক:
কানাডার টরন্টোতে ছায়ানট সংগীত বিদ্যায়তন ২০০৩ সাল থেকে নিয়মিত বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রতি বছরই ভিন্ন থিম, পোশাক, মঞ্চসজ্জা এবং নতুন নতুন গানের সমাহার নিয়ে উপস্থিত হন শিল্পীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। গত ১৫ এপ্রিল শনিবার টরন্টো বাংলা বর্ষবরণের আয়োজন করা হয়।
পঞ্চ কবির গান, স্বদেশ আর বাউল অঙ্গের গানের মিশ্রণ ছিল এবারের অনুষ্ঠানের মূল আকর্ষণ। শিল্পীরা চমৎকার পরিবেশনা মুগ্ধ করেছে দর্শকদের। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি অনির্বান কাজীকে ছায়ানট টরন্টো ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিরতির সময় দর্শকদের ভীড় ছিল বাহারি স্টলগুলোতে। যেখানে শাড়ি-চুড়ি আর সুস্বাদু দেশি খাবারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। সব মিলিয়ে দেশি আমেজে বৈশাখ পালন করেছে প্রবাসীরা।