এদিকে আনন্দ মিছিল শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবিদ হাসান রিফাত, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম সাকিবের নেতৃত্বে শিক্ষার্থীরা দর্শনা সরকারি কলেজ শহিদ মিনারে জাতীয় সংগীত পরিবেশন করে। এছাড়া এই আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা ও শোক পালন করেন শিক্ষার্থীরা। অপর দিকে, বিক্ষিপ্ত জনতা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের বাসভবনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে।
এছাড়া এমপি টগরের দর্শনাস্থ আকাশ টাওয়ারের মার্কেট ও বাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। মার্কেটে আগুনের কারণে দর্শনাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপর দিকে, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহ-সম্পাদক আব্দুল মান্নানের সিঙ্গার শোরুম বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করে। পরে দর্শনা দক্ষিণ চাঁদপুর ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমের দোকান ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। এরপর দর্শনা আকন্দবাড়িয়া শেখপাড়ায় ওমর বাড়ি ভাঙচুর করে। পরে প্রায় ৪ গ্রামবাসী মিলে সিংনগরের বিল ও কুড়ুলগাছির রাইসার বিল দখল করে মাছ ধরা শুরু করেছে বলে জানা গেছে।