জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার ‘মাওয়া ডেন্টাল’ ক্লিনিকের পল্ল¬ী চিকিৎসক শাহ আলমের বিরুদ্ধে মহিলা উত্যাক্ত করার অভিযোগ উঠেছে। শহরের ব্যাপারীপাড়ার এক প্রবাসীর স্ত্রী বুধবার বিকালে তার কাছে দাঁতের চিকিৎসা নিতে গেলে ডাঃ শাহ আলম দাঁতের পরীক্ষা নিতে গিয়ে কৌশলে তাকে যৌন হয়রানী করে। ডাঃ শাহ আলম পাগলা কানায় কাঠাল বাগান এলাকায় বসবাস করে। এ ঘটনায় ওই মহিলা বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করলে পুলিশ ডাঃ শাহ আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। বিষয়টি দুই পক্ষের মধ্যে মিমাংশার জন্য তদ্বীর করা হচ্ছে বলে গুজব উঠেছে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পল্লী চিকিৎসক শাহ আলমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে ডাক্তারের চেম্বারে একজন মহিলা রোগীকে হ্যানস্তা করার ঘটনায় ঝিনাইদহ শহরজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিষয়টি এখন এলাকায় টক অবদি টাউনে পরিণত হয়েছে।