জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সাথে শৈলকুপা প্রেসক্লাব নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে শৈলকুপা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এম হাসান মুসা, সহ-সভাপতি শামীম বিন সাত্তার, সাধারণ সম্পাদক শিহাব মল্লিক, যুগ্ম সম্পাদক শেখ মোঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সুমান, অর্থ সম্পাদক আবিদুল ইসলাম, দপ্তর সম্পাদক এইচ,এম ইমরান, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম রাজন, নির্বাহী সদস্য এএসএম আলীমুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহদ্বয় নব নির্বাচিত প্রেসক্লাব কমিটিকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সেই সাথে গণ মানুষের কল্যানে কাজ করার আহ্বান জানান।