স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৪১জন গ্রেফতার হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান চলছে।
এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ১৭ জন, শৈলকুপা থেকে ৫ জন, মহেশপুর থেকে ৭ জন, কালীগঞ্জ থেকে ৫ জন, হরিণাকুন্ডু থেকে ৪ জন ও কোটচাঁদপুর থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয় বেশ কিছু মাদকদ্রব্য। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন মামলা রয়েছে।