জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ ঝিনাইদহের সেই বৃক্ষ প্রেমিক নামে খ্যাত জহির রায়হানকে ‘আমি ঠিক দেশ ঠিক’ স্বারক সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে ঝিনাইদহ পৌরসভা ও কসাসের যৌথ আয়োজনে জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত সারা দেশ থেকে আসা ৩৮ জেলার ৪৯ জন আইকনের সাথে তাকে সম্মাননা প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দীকি সমি, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিমসহ অতিথিবৃন্দ। দরিদ্র জহির রায়হান তার অর্জিত অর্থ থেকে বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন, দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ যোগান, গাছে গাছে পাখিদের অভয়াশ্রম নির্মাণ ও ভ্রাম্যমান লাইব্রেরির মাধ্যমে দেশ ও জাতির মাঝে শিক্ষার আলো ছড়ানোর স্বীকৃতি স্বরুপ তার এ সম্মাননা প্রদান করা হয়।