স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে চৈত্র সংক্রান্তি উৎসব। বৃহস্পতিবার সকাল থেকে ঝিনাইদহ জেলার ৬ টি উপজেলার বিভিন্ন স্থানে চলছে পুজা পার্বনসহ নানা আয়োজন। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে বছরের শেষ দিনে সনাতন ধর্মাবলম্বীরা আয়োজন করে এ উৎসবের।
একখন্ড পাটবান মাথায় নিয়ে পুজারিরা গ্রামের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে নেচে গেয়ে শিবের আরাধনা করে। পুজারীরা জানান, চৈত্র থেকে বর্ষার শুরু পর্যন্ত সুর্যের যখন প্রচন্ড উত্তাপ থাকে তখন সুর্যের তেজ প্রশমণ ও বৃষ্টি লাভের আশায় কৃষিজীবী সমাজ বহু অতীতে চৈত্র সংক্রান্তি এ উৎসবের উদ্ভাবন করেছিল।
পুজারিরা শিব ও গৌরী সেজে দুজন নৃত্য করে। তাদের সাথে অন্যান্যরা গণ, প্রেত, নন্দী, ভৃঙ্গি সেজে নাচ করে। এ সময় গাওয়া হয় শিবের আরাধনা মুলক ভক্তিগান। যার মাধ্যমে থাকে শিবের নিদ্রাভঙ্গ, বিয়ে ও গৃহস্থ জীবনের আলোকপাত।