জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মৃত ৪ জন (৪জন সদস্য) শ্রমিকদের স্বজনদের মাঝে ও ১জন অবসরকালীন সদস্যর মধ্যে আর্থিক অনুদান চেক প্রদাণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এ অনুদানের চেক প্রদাণ করা হয়। মৃত ৪ জন শ্রমিকদের স্বজনদের হাতে ও ১জন অবসরকালীন সদস্যর মধ্যে মোট ১ লাখ টাকার চেক ) প্রত্যেকের ২০ হাজার টাকার চেক প্রধান অতিথি হিসেবে তুলে দেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিউর রহমান খান,কার্যকারী সভাপতি একরামুল হক লিকু, সহ-সভপতি আবু সাঈদ, ওলিউর রহমান, বাটুল মুল্লা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সহ- সাধারণ সম্পাদক আজাহারূল ইসলাম বাবুল, মিজানুর রহমান মাছুম,সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান,দপ্তর সম্পাদক টুলু বিশ্বাস চুন্নু, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম,সাংস্কৃতিক সম্পাদক মহব্বত হোসেন, শ্রম কল্যান সম্পাদক খাইরুল ইসলাম, সড়ক সম্পাদক সেলিম মিয়া,কোষাধক্ষ্য সামছুল আলম, কার্যকরি সদস্য আজিম খন্দকার, সুমন ব্যানা, গোলাম মোস্তফা ডাবলু, পলাশ কুমার, বিজন মন্ডল, রবিউল ইসলাম, মালিক সমিতি শান্তি কুমার দেদাস, অফিসের জামিরুল ইসলাম, জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় মৃত আলাউদ্দীন, আব্দুল মান্নান, মুনসুর আলী ও আলীম (৪ জন) শ্রমিকদের স্বজনদের মাঝে ও ১জন অবসরকালীন রাননু খাঁন সদস্যর মধ্যে আর্থিক অনুদান চেক প্রদাণ করা হয়েছে। উল্লেখ্য, প্রতিমাসে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদাণ করেন ইউনিয়নের নেতৃবৃন্দ।