স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ রবিবার বিকালে ঝিনাইদহের জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ্ মোহাঃ আকরামুল হক,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক দিপক সাহা,সেবিকা আয়েশা খাতুন,সেষ্ট জয়িতা নাসরিন সুলতানা,উই নির্বাহী পরিচালক শরিফা খাতুন, লাবন্য নির্বাহী পরিচালক রাবেয়া খাতুন ।
আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার (অতি:দা:)খন্দকার শরিফা আক্তার। সার্বিক ভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম,এস এম সোহেল রানা রোকেয়া খাতুন,শিললুর রহমান,ইব্রাহিম ,রোকেয়া খাতুন , ফৌজিয়া হক জুই প্রমূখ। আলোচনা অনুষ্ঠানে সেচ্ছা সেবী নারী, জয়িতা, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ ৫শতাধিক মা গন উপস্থিত ছিলেন।