ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০ দিন ব্যাপী বই মেলা। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক জাকির হোসেন এর সভাপতিত্বে স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আছাদুজ্জামান, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকছেদুল ইসলামসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী। আগামী ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চের ২য় সপ্তাহ পর্যন্ত শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে বই মেলা অনুষ্ঠিত হবে। এবারের বই মেলায় থাকছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, নতুন প্রকাশনা। মেলাকে বইপ্রেমি পাঠক-পাঠিকাদের পদচারণামূখর ও প্রাণবন্ত করার জন্য ইতোমধ্যেই কয়েকটি কমিটি ও উপ-কমিটি গঠন করা হয়েছে।