ঝিনাইদহ সংবাদাতাঃ ঝিনাইদহে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে সপ্তাহ ব্যাপী বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১০ জন, শৈলকুপা থেকে ১০ জন, হরিণাকুন্ডু থেকে ৩ জন, কালীগঞ্জ থেকে ৯ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। এসময় বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।
ঝিনাইদহে জনসভার বিরিয়ানি খেয়ে অসুস্থ হওয়া রোগিদের পাশে কেন্দ্রীয় যুবলীগ নেতা মিল্লাত
ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদ-৩ আসনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী পারভীন তালুকদার মায়া’র জনসভার বিরিয়ানি খেয়ে অসুস্থ ব্যক্তিদের পাশে দাড়ালেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের উপ-ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এম এম জামান মিল্লাত। শুক্রবার রাতে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্স পরিদর্শণ করেন তিনি। এসময় ওই হাসপাতালে চিকিৎসাধীন রোগিদের খোঁজ-খবর নেন ও সঠিক ভাবে রোগিদের যেন চিকিৎসা হয় সে ব্যাপারে কর্তব্যরত চিকিৎসকদের প্রতি আহŸান জানান। পরে হাসপাতাল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক কামাল হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক মাসুদ রানা পলাশ, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক আরিফ হোসেন, রফিকুল ইসলাম জনিসহস্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।