ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ডিম দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা পশু সম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। এছাড়াও বিভিন্ন স্কুলের শিশুদের সেদ্ধ করা ডিম খাওয়ানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো হাফিজুর রহমান। “ভেট ডক্টরস এসাসিয়েশন ‘ঝিনাইদহ প্রথম বারের মত এ কর্মসুচীর আয়োজন করে। ১৯৯৬ সাল থেকে অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার সারা বিশ্বে ডিম দিবস পালিত হচ্ছে। পুষ্টিকর খাবার হিসেবে মানব দেহের রোগ প্রতিরোধে ডিমের ক্ষমতা নিয়ে জন সাধারণকে সচেতন করতে দিবসটি যথাযথ ভাবে আমাদের দেশেও পালিত হয়ে আসছে ।