স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহে মাজেদা খাতুন নামের এক নারী নব্য জেএমবি সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার গভির রাতে সদর উপজেলার পোড়াহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আযবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে নব্য জেএমবি আব্দুল্লাহ’র শ্বাশুড়ী জেএমবি সদস্য মাজেদা খাতুন নিজ বাড়ীতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাজেদা খাতুন তার জামাতা নও মুসলিম আব্দুল্লাহ’র দলের সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, শনিবার নব্য জেএমবি আব্দুল্লাহ’র বাড়ীতে অপারেশন (সাউফ-প) বা ‘দক্ষিণের থাবা’ পরিচালনা করেন কাউন্টার টেরিটিজম ইউনিট। সেখান থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান বোমা তৈরীর সরঞ্জাম, জিহাদি বই ও রাসায়নিক দ্রব্য।