ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ সদর উপজেলার বাকড়ি গ্রামের নবগঙ্গা নদী থেকে ফিরোজা খাতুন (৩৪) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৫টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ফিরোজা খাতুন সদর উপজেলার পানামি গ্রামের আবু বক্করের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, বাকড়ি গ্রামের নবগঙ্গা নদীতে ফিরোজা খাতুনের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক শেখ জানান, নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে লাশের মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি বিষ পানে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।