স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলায় নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী অভিযানে পুলিশ এক জঙ্গি ও ৬ জামায়াত শিবির কর্মীসহ ৫৭ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার ছয়টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, জেলায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসাবে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ২০ জন, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৩ জন, কালীগঞ্জ থেকে ৯ জন, কোটচাঁদপুর উপজেলা থেকে ৫ জামায়াত শিবির কর্মীসহ ৯ জন ও মহেশপুর থেকে ১ জামায়াত কর্মীসহ ৮ জন রয়েছে।
তিনি আরও জানান, রাশেদুল ইসলাম নামে এক জঙ্গিকে সীমান্তবর্তী বাঘাডাঙ্গা গ্রামের জিনজিরা পাড়া থেকে গ্রেফতার করা হয়। সে মহেশপুরের বজরাপুর গ্রামের জঙ্গি আস্তানা অভিযান মামলার আসামি। গ্রেফতারকৃত বাকি ৫০ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হয় বলেও জানান তিনি।