ঝিনাইদহ প্রতিনিধিঃ গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদে ভিজিডি উপকারভোগীদের জীবন উন্নয়নের লক্ষ্যে মাসিক ৩০ কেজি চাউল বিতরন করা হয়েছে। প্রত্যেকের মাঝে ১মাসের ৩০ কেজি করে চাউল বিতরন উদ্বোধন করেন কুমড়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ । জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ১১৩ উপকারভোগী কার্ডধারী নারীর মধ্যে এ চাউল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব হাফিজুর রহমান, এইড ফাউন্ডেশনের ময়না খাতুন,মেম্বর বাবলুর রহমান,জামাল উদ্দীন ,ইউপি সদস্যগন প্রমূখ। সার্বিক ভাবে সহযোগিতা করেন এইড ফাউন্ডেশনের ভিজিডি প্রকল্পের ময়না খাতুন ।