ঝিনাইদহে ইজিবাইক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত

0
9

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের আবু বকর (৬৫) নামে এক হতদরিদ্র ভিক্ষুক ইজিবাইক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে নিহত হয়েছেন। তিনি পশ্চিম ভবানীপুর গ্রামের কায়েম আলীর ছেলে। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদুল আসলাম জানান, বৃহস্পতিবার আবু বকর ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য নলডাঙ্গা থেকে বিষয়খালি আসছিলেন। তাদের বহনকৃত ইজিবাইকটি সদর উপজেলার নৈহাটী ডাকাতিয়া নামক স্থানে পৌছালে উল্টো গিয়ে গুরুতর আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে মৃত্যুবরণ করেন। স্থানীয় ইউপি মেম্বর এরশাদ আলী খবরের সত্যতা নিশ্চত করেছেন।