রিপোর্ট : ইমাম বিমান : ঝালকাঠির সদরের নবগ্রাম মডেল হাই স্কুলের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক মাহবুবুল আলমের মৃত্যুতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীর উদ্যোগে ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকলে ৩টায় নবগ্রাম মডেল হাই স্কুলে কোরআন খানি , মিলাদ ও দোয়া মাহফিল অনুিষ্ঠত হয়।
নবগ্রাম কেন্দ্রীয় জামে মসজীদরে পেশ ইমাম হাফেজ মুহাম্মদ ইব্রাহিম পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করার মধ্য দিয়ে আলোচনা সভা বিকলে ৩টায় শুরু হয়।
উক্ত আলোচনা সভায় নবগ্রাম মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আক্তার হোসেনর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রাক্তন ছাত্র আবুল কালাম আজাদ প্রধান শিক্ষক নবগ্রাম বালিকা বিদ্যালয়, এম এ হান্নান খান, সৈয়দ আবু জাফর অধ্যাপক সরকারী বরিশাল কলেজ, লস্কও সাইদুল হাসান তপু, আবুল কালাম মুন্সী সহকারী শিক্ষক নবগ্রাম বালিকা বিদ্যালয় সহ স্থানীয় কাঞ্চন আলি মিয়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি, মশিউর রহমান ভুলু স্থানীয় সমাজ সেবক তাদেও বক্তব্যে মাহবুব আলম স্বরনে নবগ্রাম মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মরহুম সৈয়দ ওয়াজেদ আলী প্রাক্তন প্রধান শিক্ষক, মরহুম মোশারফ হোসেন প্রাক্তন প্রধান শিক্ষক, মরহুম মতিউর রহমান কাশেম মোল্লা প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মরহুম আব্দুল সত্তার প্রাক্তন সিনিয়র শিক্ষক, মরহুম নজরুল ইসলাম সিকদার প্রাক্তন সিনিয়র শিক্ষক, মরহুম মাওলানা আব্দুল কাদের প্রাক্তন সিনিয়র শিক্ষক সহ বিদ্যালয়ের কর্মচারীদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন।
আলোচনা অনুষ্ঠান শেষে নবগ্রাম ছফেদিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আফজাল হোসেন মিলাদ ও মাওফিল শেষে মরহুম মাহবুবুল আলম সহ বিদ্যালয়ের সকল মরহুম শিক্ষকদের বিদেহী আতœার মাগফিরাত কামনা করেন।
প্রাক্তন শিক্ষকদের স্বরন উক্ত মিলাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ৩নং নবগ্রাম নবগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবুল হক আকন্দ। এ সময় আরও উপস্থিত
ছিলেন নবগ্রাম মডেল হাই স্কুলের শিক্ষক মন্ডলী, নবগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সৈয়দ জসীম উদ্দীন, সহকারী শিক্ষক হালিম মল্লিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
।