রিপোর্ট ; ইমাম বিমান: ” বাড়াবো প্রাণিজ আমিষ, গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্ধির বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে শুরু হয়েছে তিন দিনের কর্মসূচি। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে ২৩ জানুয়ারি’১৮ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক মো. হামিদুল হক এর নেতৃত্বে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এ সময় বর্ণাঢ্য র্যালিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মানিকহার রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শেখ আবুবকর সিদ্দিক, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক রুহুল আমিন শেখ সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামার মালিক, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবদুল হান্নানের সভাপতিত্বে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার নাসির উদ্দিন আহম্মেদ, দুগ্ধখামারী শংকর মুখার্জী, পোল্ট্রিখামারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, আজাদুর রহমান প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্যে সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিন দিনের অন্য কর্মসূচির মধ্যে রয়েছে উল্ল্যেখ যোগ্য কর্মসূচি হলো, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ডিম বিতরণ ও ডিমের পুষ্টিগুণ নিয়ে আলোচনা, সরকারি শিশু পরিবার নিবাসীদের দুধপান ও দুধের পুষ্টিগুণ নিয়ে আলোচনা এবং বিনামুল্যে গবাদিপশুর চিকিৎসা, টিকা প্রদান ও ওষুধ বিতরণ।