নিউজ ডেস্ক:
রিপোর্ট : ইমাম বিমান।
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মজিবর মৃধার বিরুদ্ধে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির অাওতাধীন রাজাপুর শাখা অফিসের কর্মকর্তা
( এ জি এম ) সহকারী শাখা ব্যবস্থাপককে লাঞ্চিত ও হুমকির অভিযোগে থানায় সাধারন ডায়রী দায়ের।
জেলা পল্লী বিদ্যুত সমিতির রাজাপুর শাখা অফিসের এজিএম প্রকৌশলী রাজন কুমার দাসকে উপজেলা অা:লীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান অানোয়ার হোসেন মজিবর লাঞ্ছিত ও প্রকাশ্যে হুমকি দেয়ায় শনিবার রাতে এজিএম রাজন কুমার তাকে লাঞ্ছিত করা অভিযোগ ও পল্লী বিদ্যুত অফিসের নিরাপত্তা চেয়ে রাজাপুর থানায় একটি সাধারন ডায়রী (জি ডি নং- ৩১০) দায়ের করেছে।
পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী শাখা ব্যবস্থাপকের দায়েরকৃত সাধারন ডায়রী সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাজাপুর সদরের বাজারে পল্লী বিদ্যুতের সংযোগ লাইনের তাড় বিল্ডিং’র সাথে স্পর্শ করলে লাইন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ১১ টার দিকে পল্লী বিদ্যুতের রাজাপুর সাব-জোনাল অফিসের এজিএম প্রকৌশলী রাজন কুমার দাস সরেজমিনে লাইনটি চেকের জন্য যান।
বিল্ডিংয়ের সাথে লাইনটি লেগে থাকায় নিরাপদ ভাবে চালু করার জন্য পাশের খুটিতে স্থানান্তর করার প্রয়োজনে বাজার কমিটির সভাপতি হওয়ায় সদর চেয়ারম্যান মজিবুর মৃধাকে সরেজমিনে ডেকে এনে স্থান নির্বাচনের জন্য তার সহযোগীতা কামনা করেন।
তখন চেয়ারম্যান নিজের পছন্দমত স্থানে খুটি বসাতে বলেন। কিন্ত তার নির্বাচিত স্থানটি ঝুকিঁপূর্ণ হওয়ায় সে স্থানে খুটি বসাতে না পারার কারন সম্পর্কে চেয়ারম্যানকে অবহিত করতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে পল্লী বিদ্যুতের এজিএমকে লাঞ্ছিত করে এবং অকথ্য ভাষায় গালমন্দ ও হুমকি দেয়। বর্তমানে এজিএম ও রাজাপুর পল্লী বিদ্যুৎ অফিস নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জিডিতে উল্লেখ্য করাহয়।
এ বিষয় অভিযুক্ত সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন মজিবর মৃধার এসব অভিযোাগ অস্বীকার করে তিনি জানান, বর্তমানে অস্থায়ীভাবে খুটি বসাতে বলেছি, পরে বাজার সুবিধামত স্থানে স্থায়ীভাবে খুটি বসাবো। এ ছারা আর অন্যকিছুই হয়নি তার সাথে।
এ বিষয়ে রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন জানান, কথা কাটাকাটি ও হুমকির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।