চুয়াডাঙ্গা প্রতিনিধি:জীবননগর থানা পুলিশ বুধবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার উথলী গ্রামের একাধিক মাদক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সাগরকে (২৩) একটি দেশীয় তৈরী পাইপগানসহ গ্রেফতার করেছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের আমতলাপাড়ার খোকন হোসেনের ছেলে সাগর (২৩) এলাকার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী এবং পুলিশের তালিকাভুক্ত। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার উথলী ইউনিয়ন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তালিকাভুক্ত মাদকব্যবসায়ী সাগরের কাছে একটি পাইপগান রয়েছে। এ সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে সাগরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় এবং তার বাড়িতে তল্লাশী করে তার খাটের নিচ থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। সাগর মাদক ব্যবসার পাশাপাশি সন্ত্রাসী কর্মকা-ের সাথে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদক, ছিনতাই, চুরি ও অস্ত্রসহ সাতটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী সাগর বর্তমানে তার শ্বশুর আব্দুল মান্নানের বাড়িতে ঘর জামাই হিসাবে বসবাস করছে। এ ব্যাপারে সাগরের বিরুদ্ধে জীবননগর থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।